ইনফিনিক্স তাদের এই নতুন মডেলটি Infinix NOTE 50s 5G+ ভারতের লঞ্চ করতে চলেছে এপ্রিল মাসের ১৮ তারিখে এর সাথে কয়েকটি এডভান্স প্রযুক্তি এড করা হয়েছে। ইনফিনিক্স বাজেটের মধ্যে খুবই ভালো ভালো মোবাইল লঞ্চ করেছে যার ফলে এই কোম্পানিটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ভারতে। এই স্মার্টফোনটি খুব প্রেমিয়াম ডিজাইন করে বানানো হয়েছে এর ক্যামেরা অথবা সাইটের লোক অনেকটা স্মার্ট করা হয়েছে এর সাথে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি প্রসেসর অথবা Sony IMX682 ক্যামেরা। আসন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix NOTE 50s 5G+ এই ফোনের সমস্ত ডিটেইলস
ডিসপ্লে: এই ফোনে ডিসপ্লে দেয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ ৩ডি কার্ভড AMOLED ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০% DCI-P3 কালার গ্যামাট, ২,৩০৪ হার্জ PWM ডিমিং, এবং কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন দেয়া হয়েছে।
প্রসেসর: NOTE 50s 5G+ স্মার্টফোনে প্রসেসর দেয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আলটিমেট SoC, ৪ ন্যানোমিটার আর্কিটেকচার, ৭০০K+ AnTuTu স্কোর, ৯০ ফ্রেম প্রতি সেকেন্ড গেমিং সাপোর্ট দেয়া হয়েছে।
ক্যামেরা: এর সাথে ক্যামেরা দেয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা, ৪কে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড ভিডিও রেকর্ডিং, ১০x ডিজিটাল জুম, এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেয়া হয়েছে।
ব্যাটারি: এই স্মার্টফোনে ব্যাটারি দেওয়া হয়েছে ৫,৫০০ mAh ব্যাটারি, ৪৫W অল-রাউন্ড ফাস্টচার্জ ৩.০ সাপোর্ট রয়েছে।
ডিজাইন: এই মোবাইলটির ডিজাইন এর কিছু বিবরণ সেগমেন্টের সবচেয়ে পাতলা (৭.৬ মিমি) ডিজাইন, MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন, IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স দেয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম: এই স্মার্টফোনের সাথে দেয়া হয়েছে XOS ১৫, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক, AI ফিচার যেমন AI Eraser, AI Cutout, এবং AI গ্যালারি ও সাপোর্ট রয়েছে।
বিশেষ ফিচার: মেরিন ড্রিফট ব্লু ভ্যারিয়েন্টে এনার্জাইজিং সেন্ট-টেক (মাইক্রোক্যাপসুলেশন টেকনোলজি সহ সুগন্ধযুক্ত ভেগান লেদার ফিনিশ), অ্যাকটিভ হ্যালো লাইটিং, IR ব্লাস্টার, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
কানেক্টিভিটি: এর সাথে রয়েছে ডুয়াল সিম, ৫জি, ৪জি VoLTE, Wi-Fi, NFC, এবং GPS আরও অনেক শক্তিশালী প্রযুক্তি দেয়া হয়েছে।