মোটোরোলা ভারতের নতুন মডেল লঞ্চ করতে চলেছে MOTOROLA Edge 60 Stylus এই মডেলটি খুব শীঘ্রই ভারতে ফ্লিপকার্টে প্ল্যাটফর্মে আজ লঞ্চ হতে চলেছে এর দাম শুরু হচ্ছে ২২,৯৯ টাকা থেকে । তবে এর ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম আর এ ডিজাইনটি খুবই জনপ্রিয় একটি ডিজাইন হয়ে উঠেছে Motorola কোম্পানির। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 60 Stylus এর সমস্ত ডিটেইলস এবং দাম
Motorola Edge 60 Stylus স্মার্টফোন এর দাম
এই মোবাইলটির দাম হলো ভারতীয় অনু ২২,৯৯৯ টাকা ৮ জিবি মেমোরি ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এটি ভারতের ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম অনুযায়ী দাম দেয়া হয়েছে
Motorola Edge 60 Stylus সমস্ত ডিটেইলস ও স্পেসিফিকেশন
- ডিসপ্লে:এর ডিসপ্লের সাইজ হলো ৬.৭ ইঞ্চি ১.৫কে পিওএলইডি স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৩০০০ নিট পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন শহর রয়েছে।
- প্রসেসর: এই স্মার্ট ফোনে আপনারা প্রসেসর দেখতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট, অ্যাড্রিনো ৭১০ জিপিইউ জিপিও সহ রয়েছে।
- মেমোরি ও স্টোরেজ: এই ফোনে Ram ও Storage ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো সিস্টেম দেয়া হয়েছে।
- ক্যামেরা: এর সাথে রয়েছে প্রধান ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল সনি লিটিয়া ৭০০সি সেন্সর (ওআইএস সহ)। এই মোবাইলে সেলফি ক্যামেরা আছে আল্ট্রাওয়াইড: ১৩ মেগাপিক্সেল (ম্যাক্রো সাপোর্ট সহ) । সেলফি: ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে।
- ব্যাটারি ও চার্জিং: এই মোবাইলে আপনারা ব্যাটারি দেখতে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও রয়েছে।
- অপারেটিং সিস্টেম: এর সাথে আছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই, ২ বছরের ওএস আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট সহ রয়েছে।ডিজাইন ও বিল্ড: প্যানটোন-সার্টিফায়েড গিব্রাল্টার সি কালার, ভেগান লেদার ফিনিশ, আইপি৬৮ রেটিং, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব রয়েছে।